আলেকসান্দার ইসাককে লিভারপুলে স্বাগত জানিয়েছেন ক্লাবের আরেক ফুটবলার উগো একিতিকে। ব্রিটিশ ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে সুইডিশ স্ট্রাইকারের অ্যানফিল্ডে আগমনকে ইতিবাচক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ফরাসি ফরোয়ার্ড একিতিকে।
লিভারপুল শিবিরে একিতিকেও নতুন সদস্য। গত জুলাইয়ে প্রায় আট কোটি পাউন্ড খরচ করে তাকে দলে নেয় লিভারপুল। এরপর গ্রীষ্মের দলবদলের একেবারে শেষ দিনে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইসাককে সাড়ে ১২ কোটি পাউন্ডে চুক্তিভুক্ত করে লিভারপুল। তাদের আগে গত জুনে ১০ কোটি পাউন্ডে বায়ার লেভারকুজেন থেকে তারকা অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোহিয়ান ভিয়েৎসকে দলে যোগ করে ইংলিশ চ্যাম্পিয়নরা।
আর আগে থেকে লিভারপুলে আছেন তারকা স্ট্রাইকার মোহামেদ সালাহ ও ফরোয়ার্ড কোডি হাকপো। এত এত পরীক্ষিত সব ফরোয়ার্ডদের নিয়ে নিশ্চিতভাবেই দলটির আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। সেই সঙ্গে বাড়বে দলে জায়গা পাওয়ার লড়াইও। একিতিকে অবশ্য ইতোমধ্যে নতুন ঠিকানায় আলো ছড়ানো শুরু করেছেন; চার ম্যাচে তিন গোল করেছেন তিনি। তাতে তার আত্মবিশ্বাসও বেড়েছে অনেক। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তার কণ্ঠে সেটাই প্রকাশ পেল।
তিনি জানান, “সেরা দলে খেললে শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবেই। ইসাক এমন একজন, যার খেলা আমি আগে থেকেই দেখতাম, তাকে এখানে পাওয়া আনন্দের। শুরুর একাদশে জায়গা পেতে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। আমি কঠোর পরিশ্রম করে ভালো পারফর্ম করার চেষ্টা করব। এরপর কে খেলবে, সেটা কোচের ভাবনা।”
প্রসঙ্গত, গত মৌসুমে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে দারুণ ফর্মে ছিলেন একিতিকে। বুন্ডেসলিগায় ৩৩ ম্যাচে করেছিলেন ১৫ গোল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ