মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে কবর জিয়ারত ও বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পারিবারিকভাবে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আব্দুল ফাত্তাহ'র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সৈয়দ শরিফল ইসলাম, মরহুমের সহধর্মীনি কামরুন নাহার জলি, বাসুদেব কুন্ডু, সোহেল পারভেজ দ্বীপ, এনামুল হক হিরোক প্রেসক্লাবের সাধারণ স্পাদক শামীম খান, যুগ্ম সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা সুবলীগের আহবায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল