গরু কিনতে বের হয়ে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী আমিরুল শাহ (৫২)। চারদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিরুল ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটী গ্রামের মইনুদ্দীন শাহর ছেলে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে।
ছেলে উজ্জল শাহ জানান, গত মঙ্গলবার সকালে গরু কিনতে দুই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার থেকে তাকে আর কেউ দেখেনি। কাছে টাকা থাকার কারণে কেউ তাকে অপহরণ করলো কিনা, তা নিয়ে পরিবার শঙ্কায় রয়েছে।
আমিরুলের স্ত্রী শাহানাজ পারভিন জানান, স্বামীকে খুঁজে না পেয়ে তার দুই ছেলে ও এক মেয়ে পাগল প্রায়। বাবার নিখোঁজ থাকার খবরে পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ ও পাড়া প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খুঁজে ফিরছেন।
বিডি প্রতিদিন/এমআই