ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. হানিফ মিয়া (৪০) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে আখাউড়া শহরের উপজেলা সড়কের সামনে এ ঘটনা ঘটে। নিহত হানিফ পৌর এলাকার কলেজপাড়ার আতর আলীর ছেলে। এ ঘটনায় মো. সেলিম মিয়া (৪২) নামে ডেকোরেটর মালিক আহত হয়েছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরাম চৌধুরী বলেন, একজনকে মৃত অবস্থায় আনা হয়। আরেক জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম