গোপালগঞ্জে প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠি পেটায় চিকিৎসাধীন মোহসিন শেখ (৪৫) নামে আহত এক কৃষক মারা গেছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান। নিহত ওই ব্যক্তি জেলার মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামের মোতালেব শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামে জমিতে কৃষাণ দেয়া নিয়ে মোহসিন শেখ ও তার ভাইদের সাথে প্রতিবেশী দেলোয়ার চোকিদার ও তার লোকজনের সাথে কথা কাটাকাটি ও হতাহাতির ঘটনা ঘটে। পরের দিন শুক্রবার বিকেলে মোচনা হাটে যাওয়ার সময় দেলোয়ার চোকিদারসহ ১০/১১ জন মোহসিন শেখসহ তার সাথে থাকা ৪ জনকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পানিতে ফেলে দেয়।
পরে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে পরিবার থেকে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। শনিবার বিকেলে মোহসিন শেখের অবস্থার অবনতি হলে মুকসুদপুর হাসপাতালে থেকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মুহা. আশরাফুল আলম জানিয়েছেন, এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন। এলাকার পরিবেশ শান্ত আছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
বিডি প্রতিদিন/এএম