রংপুরের মিঠাপুকুর উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে বিউটি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বামী মিজানুর রহমান। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত বিউটি বেগম স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রতিদিনের মতো মিজানুর রহমান ও বিউটি বেগম পরিবারের লোকজনসহ নিজ শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করেছে বলে তাদের সন্দেহ হয়। এ সময় তারা বাইরে বেরিয়ে আসেন। বাইরে এলে ডাকাত দল তাদের বেদম প্রহার এবং ছুরিকাঘাত করে। এতে মিজানুর ও বিউটি বেগম গুরুতর আহত হন। পরে ডাকাত দল বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পথিমধ্যে বিউটি বেগম মারা যান। আহত মিজানুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম