বাগেরহাটের মোরেলগঞ্জে ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সেলিমাবাদ ডিগ্রি কলেজে ২০১৮ সাল থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত অবসর নেওয়া ১৪ জন শিক্ষক ও ৬ জন কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস।
বিদায়ী শিক্ষকদের মধ্যে রয়েছেন সাবেক অধ্যক্ষ মো. লুৎফর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনাথ অশোক কুমার, অধ্যাপক অরুণ কুমার চক্রবর্তী, মল্লিক তারিকুল ইসলাম ও ইসমাইল হোসেন।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        