২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:০৯

বিভিন্ন অভিযোগে যশোরের তিন ক্লিনিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

বিভিন্ন অভিযোগে যশোরের 
তিন ক্লিনিককে জরিমানা

যশোরের বেসরকারি ক্লিনিকগুলোতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার শহরের চারটি ক্লিনিকে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে তিনটি ক্লিনিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারি পরিচালক সৈয়দা তামান্না তাসনিম জানান, শহরের দড়াটানা এলাকায় অভিযান চালানো হয়। এরমধ্যে কয়েকটি ক্লিনিকে লাইসেন্স নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। সৈয়দা তামান্না তাসনিম জানান, স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। 
এর আগে মঙ্গলবার  যশোর সদর ও শার্শা উপজেলার বিভিন্ন ক্লিনিকে অভিযান চালানো হয়। এসময় শার্শার অবৈধ তিনটি ক্লিনিক বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর