৫ মার্চ, ২০২৪ ২০:২৮

হিজলায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হিজলায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে ড্রাম চিমনীযুক্ত দুটি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ভাটা থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে ওই উপজেলার হরিনাথপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল হরিানথপুর এলকায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় অবৈধ ড্রাম চিমনীযুক্ত দুটি ইটভাটা পাওয়া যায়। ভাটা দুটির ডামচিমনী ভেঙ্গে দেয়া হয়। এ সময় একটি ভাটা থেকে ৫০ হাজার এবং অপরটি থেকে ৩০ হাজারসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর