শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে টাঙ্গাইলে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টাঙ্গাইলে পুলিশের চাকরি পাচ্ছেন ৯০ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইনে জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনো রকম তদবির বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অভিভাবকরাও স্বপ্নের মতো দেখেছেন বিষয়টি। বুধবার রাত ১১টার দিকে পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পরে পুলিশ সুপার সকলের নিজ হাতে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল নিয়োগ পাওয়ার জন্য অনলাইনে ৪ হাজার ৫০ জন চাকরি প্রত্যাশী আবেদন করেন। এদের মধ্যে ৩ হাজার ৯৮ জন মাঠে উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ১ হাজার ৬০ জন। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৫৮ জন। সম্পূর্ণ মেধার ভিত্তিতে চূড়ান্ত করা হয় ৯০ জনের নাম। এর মধ্যে ১৪ জন নারী এবং ৭৬ জন পুরুষ। নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকেই কৃষক, দিনমজুর, অটোচালকসহ হত দরিদ্র পরিবারের সন্তান রয়েছে।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট পুলিশ দরকার। স্মার্ট পুলিশ প্রদান প্রত্যায় নিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ, মেধা ও যোগ্যতায় প্রার্থীদের খোঁজে বের করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আরো ১৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। প্রত্যোক চাকরি প্রার্থীদের ব্যাংক ড্রাফটের জন্য মাত্র ১২০ টাকা খরচ হয়েছে।
তিনি আরো বলেন, সামনে তাদের টাঙ্গাইলে মেডিক্যাল টেস্ট করা হবে। পরবর্তীতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে চূড়ান্ত মেডিকেল টেস্ট করিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ