বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারের অভিযোগে আটক ৪০ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহের ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে এই আদেশ দেন।
এর আগে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত হিজলা উপজেলার মেঘনা নদীতে যৌথভাবে অভিযান চালায় মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এ সময় ৪০ জেলেকে আটকের পাশাপাশি ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে তারা।
হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, যৌথ অভিযানে আটক ৪০ জেলেকে বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ওই রাতেই জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধংস করা হয় বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ