‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ কার্যালয়ে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। বিএফএফের পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন, এফডিএর পরিচালক মোঃ আজহারুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানা ইয়াসমিন, রাসিনের নির্বাহী পরিচারক আসমা আক্তার মুক্তা, এসডিসির পরিচালক কাজী আশরাফুল হাসান, একেকে’ পরিচালক এম এ জলিল, পিডাব্লিউওর পরিচালক হাফিজুর রহমান মন্ডল, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন প্রমুখ।
পরে নারীদের ভূমি অধিকার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ)’র আয়োজনে এবং এএলআরডি, ঢাকার সহযোগিতায় আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার নারী পুরুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        