১৭ মার্চ, ২০২৪ ১৫:৫৮

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিশুদের নিয়ে কেক কাটাসহ মিষ্টি বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর