চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে রাকিবুল (৬৫) নামে এক বৃদ্ধ নিহতসহ ৪ জন আহত হয়েছেন। নিহত রাকিবুল হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার ১৯বিঘি গ্রামের মৃত তারিফ আলীর ছেলে। নিহত ও আহতরা সকলেই অটোরিকসার যাত্রী।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কলাবাড়ী নামক স্থানে। আহতদের মধ্যে বিলকিস (৩০) ও তার শিশু কন্যা আনিকা (৬) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম