কিশোরগঞ্জের কটিয়াদীতে দাঁড়িয়ে থাকা বাসে পিকআপ ও ভটভটির ধাক্কায় আলম মিয়া (২৭) নামে এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৯ এপ্রিল) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে। নিহত আলম মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প যশোদল গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মধ্যপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় চাকা পাংচার হওয়ায় একটি বাস দাঁড়ানো অবস্থায় ছিল। রাত ৮টার দিকে পিছন দিকে থেকে একটি পিকআপ ও একটি ভটভটি বাসটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির চালক আলম মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ