গাজীপুরের শ্রীপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে এক শিশুর লাশ মিলেছে গজারি বনে। এ ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বুধবার বেলা ১২টায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর আলী এ তথ্য জানান।
নিহত শিশু মো: মেহেদী হাসান মাহিম (৯) টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেড়িবাইদ গ্রামের মো: আমিনুল ইসলামের ছেলে। আমিনুল ইসলাম পরিবার নিয়ে শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন। গ্রেফতার মো: রনি মিয়া (২৮) জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের সাভারচালা গ্রামের আ: সাত্তারের ছেলে। সে একজন পেশাদার চোর ও অপহরণকারী। তার বিরুদ্ধে আগেও শ্রীপুর থানার মামলা রয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর আলী বলেন, অপহরণের পর মুক্তিপণ না পেয়ে তাকে গভীর গজারি বনে নিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘাতক রনি। আসামিকে আদালতে উপস্থাপন করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম