ঈদে ঘরমুখো মানুষের নদী যাত্রা নিরাপদ করতে ও সুন্দরবনে হরিণ শিকার রোধে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা টহল অভিযান জোরদার করেছে। বুধবার সকালে ঈদের যাত্রায় মানুষের নদী পারাপারে অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধে মাইকিং ও সন্দেহ ভাজনদের ব্যাগে তল্লাশি করতে দেখা যায় কোস্টগার্ড সদস্যদের।
এসময়ে মাইকিং করে খেয়া নৌকা বা ট্রলারে অতিরিক্ত মানুষ পারাপারে সচেতন হতে আহবান জানান তারা। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা, লাউডোব, দাকোপ, কয়রা ও রূপসা এলাকাসহ ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। একই সাথে ঈদে হরিণ শিকার রোধে চোরা শিকারিদের দৌরাত্ম্য কমাতে গোটা সুন্দরবন এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মুহসীন জানান, গত ৮ এপ্রিল থেকে সুন্দরবনে হরিণ শিকার রোধসহ কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাট সমূহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তামূলক এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই টহল কার্যক্রম চলবে বলে উল্লেখ করেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক