১৪ এপ্রিল, ২০২৪ ১২:২৫

লক্ষ্মীপুরে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। 

রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সদর উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় লাঠিখেলাসহ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সুরাইয়া জাহান, সদর-৩ আসনের সংসদ সদস্য গোলার ফারুক পিংকু, সদর-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান পরিবেশিত হয়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর