নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালক মোজাহার আলী সেখ ওরফে মোজা মারা গেছেন।
এ সময় আহত হন ভ্যানের এক যাত্রী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার আগ্রান ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহার আলী সেখ উপজেলার পারকোল গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলীমুল ইসলাম জানান, ভ্যান নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একজন যাত্রীসহ ওই ভ্যানচালক অজ্ঞাত একটি ট্রাকের নীচে পড়ে। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই ভ্যানচালক। আহত হয় যাত্রী নূরদহ গ্রামের মিজান সেখ(৩৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত ও আটক করার চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/নাজমুল