প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির আশায় কেঁদে কেঁদে নোয়াখালীতে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা। বৃহস্পতিবার দুপুরে জেলা শহর মাইজদীর পিটিআই স্কুল মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দু’হাত তুলে বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া করেন।
জাতীয় ইমাম ও খতিব সংস্থার নোয়াখালী জেলার সভাপতি মুফতি গিয়াস উদ্দিন রহমানীর সভাপতিত্বে বিশেষ নামাজে ইমামতি করেন নোয়াখালী ২৫০ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের খতিব ও কারামতিয়া আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দেস শায়কুল হাদিস আল্লামা জাফর উল্যা। এ ছাড়া উপস্থিত ছিলেন মুফতি সাহাদাত হোসেন জাফরী।
বিডি প্রতিদিন/এমআই