বগুড়ায় জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে এক পাম্পের মালিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় গাবতলী উপজেলার নেপালতলীর বুরুজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমিনুল ইসলাম। তিনি ওই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। এ ঘটনায় হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বুরুজ এলাকায় হৃদয় তার নানার জমি দেখাশোনা করে। সেখানে বৃহস্পতিবার সকালে সেচ পাম্পের মালিক আমিনুল ইসলামের সাথে জমিতে পানি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আমিনুলকে আঘাত করেন।
পরে আহত পাম্পের মালিক আমিনুলকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরেই অভিযুক্ত যুবক হৃদয়কে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই