তীব্র তাপদাহের সঙ্গে গরম বাতাস বইছে। গরম, কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একের পর এক জারি করা হচ্ছে হিট এ্যালার্ট। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ৯টায় শহরের ঈদগাহ মাঠে গোপালগঞ্জ কোর্ট মসজিদ ও মাদ্রাসার আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষ।
নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম ও খতিব মওলানা মুফতি হাফিজুর রহমান। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
বিডি প্রতিদিন/এএ