কয়েক দিনের টানা তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে চাঁদপুরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।নামাজে ইমামতি করেন চাঁদপুরেরর শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক ও নিউ ট্রাক রোড দারুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সোহাইল আহমেদ চিশতী।
স্থানীয় পীর-মাশায়েখদের আয়োজনে আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা নামাজ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নামাজ শেষে খুতবা পাঠ ও বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও সকাল ১০টায় জেলার হাজীগঞ্জ মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে বৃষ্টির জন্য পৃথক আরেকটি ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ ও দোয়ায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ