কক্সবাজারের টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের চাঞ্চল্যকর রফিক হত্যা মামলার এজাহারনামীয় আসামি আরসা সন্ত্রাসী আব্দুল আমিনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতার আসামি উখিয়া উপজেলার তাজনিমারখোলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের
ব্লক-জি/৩ এর আবু বক্করের ছেলে আব্দুল আমিন (২২)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত মামলার এজাহারভুক্ত আসামি এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল