শ্রমিক-মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামন রেখে লালমনিরহাটে জেলা প্রশাসন ও শ্রমকল্যাণ কেন্দ্রের বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে শহরের মিশনমোড়ে র্যালি ও দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান। এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জাতীয় শ্রমিকলীগ লালমনিরহাটের আহবায়ক বুলবুল আহমেদ, সদস্য সচিব জহুরুল ইসলাম টিটু বিশেষ অতিথি ছিলেন। সভায় বিভিন্ন সংগঠনের অন্তত ৫ হাজার সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন। এর আগে লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন সড়ক-মহাসড়কে বর্ণাঢ্য র্যালি করে বিভিন্ন শ্রমিক সংগঠন।
বিডি প্রতিদিন/এএম