চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজারে আগুন লেগে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার গভীর রাতে চাঁদপুর-রায়পুর সড়কের বাজার সম্মুখের মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা কেউ বলতে পারেনি।
বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা কান্নাকাটি করছেন। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সব পুড়ে ছাই হয়ে আছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগলেও সড়কের পাশে হওয়ায় তাৎক্ষণিক লোকজনের নজরে আসে। দ্রুত সময়ের মধ্যে ফরিদগঞ্জ, চাঁদপুর ফায়ার সার্ভিস ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
চা দোকানি গণি মিজি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আর কিছু নেই। গত ৮ মাস আগে এই বাজারের ভেতরে আমার চা দোকান আগুনে পুড়ে যায়। পরে এখানে এসে আবার দোকান শুরু করি। এখানেও আমার সব শেষ হয়ে গেল। বোনদের কাছ থেকে ঋণ করে মালপত্র কিনেছি। পরিবারের ৭ সদস্যের সংসার এখন কীভাবে চলবে।
চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, রাত ৩টায় আমরা আগুন লাগার সংবাদ পাই। সাথে সাথেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুটি ও ফরিদগঞ্জের দুটিসহ ৪টি ইউনিট একসঙ্গে কাজ করে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
ভোর পাঁচটায় আমরা ঘটনাস্থল ত্যাগ করি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে মার্কেটের ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই