ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র (এনডিএফ বিডি) ১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় রাঙামাটির বার্গি লেক ভ্যালির সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এ ট্রেনিং ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
এসময় এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব, এনডিএফ বিডি’র সাবেক মহাপরিচালক মো. আনিসুর রহমান ও এনডিএফ বিডি’র মহাপরিচালক ও রেক্টর (স্কুলিং) লায়ন এম আলমগীর ও রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহী উপস্থিত ছিলেন।
এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব বলেন, সারাদেশ ৬৪ জেলার সবচেয়ে মেধাবী সংগঠক ও তার্কিকদের বিতর্ক অঙ্গনের লিডারদের দক্ষতা বৃদ্ধির জন্য এ লিডারশিপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিতার্কিকদের ব্যক্তিত্বের বিকাশ এবং সার্বিক উন্নয়নের জন্য যুগোপযোগী সেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই