কুষ্টিয়া শহরের সাদ্দামবাজার মোড়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছে। বুধবার দিনগত রাত সোয়া ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া শহর অংশের সাদ্দাম বাজার মোড়ে এ দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যান চালক।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ব্যবসায়ী মো. বাদশা (৫৫)। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে বেকারির স্বত্ত্বাধিকারী। গুরুতর আহত ওয়াহেদ ইউসুফ খান লিটনকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএ