কক্সবাজারের কুতুবদিয়ায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় প্রথম দিনে সাগর চ্যানেলে অভিযান চালিয়ে ১৪ টা ফিশিং বোটকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৬০টি বেহুন্দি জাল জব্দ ও ২০০০ মিটার চরঘেরা অবৈধ জাল জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২০ মে ) সকাল ৯টার দিকে কুতুবদিয়ার চ্যানেলে এ অভিযান চালানো হয়।
অন্যান্য বছরের মতো এবারও সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞ দেওয়া হয়েছে। তা উপেক্ষা করে মাছ ধরায় প্রথম দিনে নৌবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে কুতুবদিয়া উপজেলা মৎস্য অফিস।
পরে অবৈধ জব্দকৃত জালগুলো বিকেল ৫টার দিকে কুতুবদিয়া ধুরুং ঘাটে জনসম্মুখে আগুন লাগিয়ে ধ্বংস করা হয় এবং ১৪ টি ফিশিং বোট থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিক আবেদিন, মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব, এরফান উদ্দীন, এনুমারেটর মহিউদ্দিন কুতুবী ও নৌবাহিনীর একটি দল।
বিডি প্রতিদিন/হিমেল