পিরোজপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পিরোজপুর জেলার কাউখালী ও নেছারাবাদ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী।
এ টি উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৫ হাজার ২৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৭৮৫ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৫০৯ জন। এর মধ্যে নেছারাবাদ উপজেলার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ১৭৯ জন ও কাউখালী উপজেলায় মোট ভোটার ৬৩ হাজার ১১৭ জন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শফিকুল হক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল