দ্বিতীয় ধাপের ভোটে কুমিল্লার সদর দক্ষিণ ও বরুড়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রে তেমন কোনো ভোটার চোখে পড়ছে না।
মঙ্গলবার (২১ মে) বরুড়ার মুড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রে কোনো ভোটার সারি নেই। নয়টি বুথে ভোটগ্রহণ চলছে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. হেদায়েত উদ্দিন জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩৫০০। সকাল ১০টা পর্যন্ত এখানে ১৩২টি ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
বিডি প্রতিদিন/হিমেল