দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে মিঠাপুকুর ও পীরগঞ্জের ৩২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে মিঠাপুকুর উপজেলায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা (মোটরসাইকেল), মিঠাপুকুর উপজেলা যুবলীগের সাবেক নেতা মোঃ কামরুজ্জামান (হেলিকপ্টার) এবং স্বতন্ত্র শাহ সাদমান ইশরাক (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে পীরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির নুর আলম মিয়া (লাঙ্গল), বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ মন্ডল (আনারস) এবং উপজেলা আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিনে কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে তীব্র দাবদাহ বিরাজ করছে। ভোট কেন্দ্রগুলো প্রায় ফাঁকা। নেই নারী অথবা পুরুষের লাইন। তবে পায়ে হেঁটে, রিক্সা কিংবা ভ্যানে করে দু-একজন করে ভোটার কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন। এদিকে ভোট কেন্দ্র ফাঁকা হলেও কেন্দ্রের বাহিরে উৎসব মুখর পরিবেশ। প্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্রের বাহিরে ভিড় জমিয়েছেন। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে কেন্দ্রের প্রবেশ মুখ। ভোটারদের কেন্দ্রের প্রবেশের আগে নিজ প্রার্থীকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন কর্মী-সমর্থকরা।
মিঠাপুকুর ভাংনী পুকুরীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার আনসার আলী বলেন, 'ধান-কাটা মারাই চলতোছে। আইজ ওইদো (রোদ) ম্যালা। সেই জন্তে মানুষ বাড়ি থ্যাকি কম বেরাইছে। সকাল সকাল আনু ভোট দিবার। ভোট দিয়া বাড়ির বাকী কাম করিম। '
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। আশা করছি বিকেল পর্যন্ত এমন পরিস্থিতিই বিরাজ করবে।
বিডি প্রতিদিন/হিমেল