রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর তিন কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের পৃথক তিনটি স্থানে তাদের কুপিয়ে জখম করা হয়। আহতদের মধ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের দুই সমর্থক ও এহসানুল হাকিম সাধন হাকিমের এক সমর্থক রয়েছেন।
আহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার নবারপুর ইউনিয়নের মতিন বিশ্বাস (৪০), ভুট্টো শেখ (৫০) ও হাসান খান (২৫)। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ার কারণে হাসান খানকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, সকালে আহত অবস্থায় প্রথমে হাসান খান নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে আরও দুই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের বাইরে তিনজন আহত হয়েছেন। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ