জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ভোর রাতে জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়পুরহাট সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল মার্কায় ৪৪ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা প্রভাষক এ ই এম মাসুদ রেজা আনারস মার্কা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৩০৯ ভোট।
পাঁচবিবি উপজেলা পরিষদে নির্দলীয় প্রার্থী সাবকুন নাহার শিখা ঘোড়া মার্কা প্রতীকে ৩৮ হাজার ৩০৯ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও একই উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮০০ ভোট।
বিডি প্রতিদিন/হিমেল