ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ও হরিণাকুণ্ডুতে আনারস প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক বে-সরকারি ফলাফলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে শৈলকুপা উপজেলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ৭৩ হাজার ৬৭৬ ভোট ও হরিণাকুণ্ডুতে আনারস প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক পেয়েছেন ৩৪ হাজার ৩০৭ ভোট।
শৈলকূপায় ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন আফরোজা নাসরিন লিপি এবং হরিনাকুন্ডুতে ভাইস চেয়ারম্যান হয়েছেন সাজেদুল ইসলাম ইশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার।
এ তথ্য নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সকল ভোটকেন্দ্রের ফলাফলে বে-সরকারিভাবে তারা নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল