দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু (ঘোড়া প্রতীক)। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯০৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৯৫৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাঈম মিয়া (বদরুল আলম) (চশমা প্রতীক)। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম শিকদার (তালা প্রতীক) পেয়েছেন ২৯ হাজার ৪৮০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাথী বেগম (কলস প্রতীক)। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৭৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৬৩৮ ভোট।
নিকলী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী মোকারিম ওরফে মোকারম সর্দার (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ৩৬ হাজার ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৩১ হাজার ৫৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. তাহের আলী (টিউবওয়েল প্রতীক)। তিনি পেয়েছেন ২২ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল হক আয়াজ (তালা প্রতীক) পেয়েছেন ২১ হাজার ২৭৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেসমিন আরা বিউটি (হাঁস প্রতীক)। তিনি পেয়েছেন ৩৮ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমাইয়া হক শিমু (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৫২৭ ভোট।
অস্টগ্রাম: অষ্টগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা এ. এফ. মাশুক নাজিম (ঘোড়া প্রতীক)। তিনি পেয়েছেন ৪২ হাজার ৫৫১
ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম (কাপ পিরিচ প্রতীক) পেয়েছেন ১৮
হাজার ৭০৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আল আমিন সরকার (চশমা প্রতীক)। তিনি পেয়েছেন ২১ হাজার ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম. এ. আজিজ (মাইক প্রতীক) পেয়েছেন ১৬ হাজার ৫৩৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোছা. শেলী আক্তার (হাঁস প্রতীক)। তিনি পেয়েছেন ২৫ হাজার ১৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছিমা আক্তার (কলস প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৩০৭ ভোট।
বিডি প্রতিদিন/হিমেল