কুড়িগ্রামে দ্বিতীয় ধাপে নির্বাচনে সদর উপজেলা থেকে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রতন নির্বাচিত হয়েছেন। ৫২ হাজার ৪৪ ভোট পেয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে পরাজিত করেন তিনি। আমান উদ্দিন আহমেদ মঞ্জু মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পান ২৯ হাজার ৮৩।
অপরদিকে উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক আ’লীগ দলীয় এমপি আমজাদ হোসেন তালুকদারের ছেলে সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতীক নিয়ে ৫০ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ হাজার ৮৪ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া রাজারহাট উপজেলায় ৩৮ হাজার ২৩ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু নুর মো. আক্তারুজ্জামানকে ১৯ হাজার ৪৬৬ ভোটে পরাজিত করেন।
বিডি প্রতিদিন/হিমেল