ফেনীর সোনাগাজীতে আম পাড়তে গিয়ে গাছের উপর থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক মধ্যবয়সী চা দোকানির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ তেমুহনীতে এ ঘটনা ঘটেছে। নিহত মো. ইসমাঈল (৫২) সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মোক্তার বাড়ির মো. মোস্তফার ছেলে। নিহতের স্ত্রী, দুই ছেলে ও ১ মেয়ে রয়েছে।
নিহতের ভাই নুর আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে মো. ইসমাইল তার চা দোকান সংলগ্ন আজিজুল হক দোকানির আম গাছ থেকে আম পাড়তে গাছে উঠে। এক পর্যায়ে গাছে থাকা অবস্থায় ভয় পেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। পরে গাছ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার (সাকমো) আরাফাত হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মো. ইসমাঈল নামে লোকটির মৃত্যু হয়েছে।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা চা দোকানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম