গোপালগঞ্জে “উত্তম কৃষি চর্চা (জিএপি) নিয়ে কৃষকদের সার্টিফিকেশন প্রশিক্ষণ” দিয়েছে সদর উপজেলা কৃষি অফিস। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণের আযোজন করে।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং অফিসার হাফিজ হাসান। কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার। এতে গোপালগঞ্জ সদর উপজেলার ৮০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন। মানব দেহের জন্য নিরাপদ ও গুনগত মানসম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপননসহ পন্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করেন রিসোর্স পার্সনরা।
বিডি প্রতিদিন/এএম