দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মো.তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন বিশ্বাস।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননুর সঞ্চালনায় মতবিনিময় সভা বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির, কলাপাড়া নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক মো. শামসুল আলম, কলাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সদস্য মো. এনামুল হক, কলাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অমল মুখার্জি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রুমান ইমতিয়াজ তুষার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ