জয়পুরহাটে পানিতে ডুবে তামিম ইসলাম নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে কালাই উপজেলার বানিহারা গ্রামে এ ঘটনাটি ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু তামিম ইসলাম উপজেলার বানিহারা গ্রামের তারেক রহমান এর ছেলে। (ওসি) ওয়াসিম আল বারী জানান, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্য়ন্ত মুষলধারে বৃষ্টি হওয়ায় বাড়ির আশে পাশে খানাখন্দে ডুবে যায়। শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার অজান্তেই বৃষ্টির পানির স্রোতের সাথে পুকুরের ভেসে গেলে পরে সে ডুবে যায়। পরিবার লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিম ইসলামকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ