২২ মে, ২০২৪ ১৯:২১

হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

শান্তিপূর্ণভাবে হবিগঞ্জের বাহুল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন বাহুবল উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মনজুর আহসান। 

বেসরকারি ফলাফলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আনোয়ার হোসেন সালেহীন দোয়াত কলম প্রতীকে ১৮ হাজার ৬৬২  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই পেয়েছেন ১২৭৮৪ ভোট, রাজন চৌধুরী কাপ প্লেট প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৯ ভোট, আক্তারুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ৫০৮৪ ভোট, আব্দুল কাদির চৌধুরী কৈ মাছ প্রতীকে পেয়েছেন ৭৩৭৩, শেখ মো. ফিরুজ আলী মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৪৭৩ ভোট, বর্তমান চেয়ারম্যান মো. খলিলুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৬৯ ভোট।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে হাফেজ কামরুল ইসলাম (চশমা) প্রতীকে ১৮ হাজার ৩৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুকুর রশিদ (ফালকী) ১১ হাজার ২৫ ভোট, শামীমুর রহমান (মাইক) প্রতীকে ৮৭০৮, ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নাজমুন নাহার রিতা। তিনি পেয়েছেন ১৫ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক হাসিনা আক্তার শিপা (হাঁস) ১৩ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর