২২ মে, ২০২৪ ২০:০৮

চুয়াডাঙ্গা সদরে নঈম হাসান চেয়ারম্যান নির্বাচিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদরে নঈম হাসান চেয়ারম্যান নির্বাচিত

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নঈম হাসান জোয়ার্দ্দার (ঘোড়া) ৫০ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারের ভাতিজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজিজুল হক (মোটরসাইকেল) পেয়েছেন ৩৬ হাজার ১৭২ ভোট। 

মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা এ ফল ঘোষণা করেন।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুদুর রহমান (টিউবওয়েল) ৫১ হাজার ৭৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাফিজুর রহমান পেয়েছেন ২৭ হাজার ৫৪৯ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা খাতুন (ফুটবল) ৫৩ হাজার ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাহাজাদী পেয়েছেন ৩১ হাজার ৮৭ ভোট।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর