২২ মে, ২০২৪ ২০:৪৩

চুয়াডাঙ্গায় জামানত হারালেন বর্তমান দুই চেয়ারম্যান

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় জামানত হারালেন বর্তমান দুই চেয়ারম্যান

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান দুই চেয়ারম্যানই জামানত হারিয়েছেন। এরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন।

নির্বাচনি শর্ত অনুযায়ী একজন প্রার্থী মোট বৈধ ভোটের এক অষ্টমাংশ ভোটের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ২১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় বৈধ ভোট পড়েছে ৯৮ হাজার ২০৮টি। এতে আসাদুল হক বিশ্বাস পেয়েছেন ১১ হাজার ৪১৯ ভোট। তিনি ১২ হাজার ৩৫১ ভোট পেলে তার জামানত বেঁচে যেতো। অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলায় বৈধ ভোট পড়েছে ৭৭ হাজার ৯৯৪টি। এতে মো. আইয়ুব হোসেন পেয়েছেন ৬ হাজার ৩০৬ ভোট। তিনি ৯ হাজার ৭৫০ ভোট পেলে তার জামানত বেঁচে যেতো।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর