২২ মে, ২০২৪ ২০:৪৯

সখীপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত সারোয়ার হোসেন (৩৬) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার নলুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে বড়চওনা কুতুবপুর কলেজের প্রভাষক নলুয়া গ্রামের শামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, আদালতের নির্দেশে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত সারোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়ছে।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, অর্থদণ্ড ও কারাদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর