২৩ মে, ২০২৪ ০৩:৫৯

মাদারীপুরে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫

মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় রিকশার সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। তার প্রায় আধা ঘণ্টা পরে সন্ধ্যা সাতটার দিকে ১ নম্বর শকুনি সড়ক ও ২ নম্বর শকুনি সড়কের লোকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল- সুরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘণ্টার বেশি সময়জুড়ে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

মারুফ হোসেন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রায় দেড় ঘণ্টা দুই গ্রুপের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি খুব খারাপ ছিল। পুলিশ আসলেও তাদের এ ঘটনা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়।

রাহাত হোসেন নামে এক যুবক বলেন, এমন মারামারি দু-চার বছরে দেখিনি। শহরে ঢাল-সুরকি নিয়ে মারামারি হয় এইবার দেখলাম। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।

মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহ উদ্দিন বলেন, শহরের ডিসি ব্রিজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর