২৪ মে, ২০২৪ ২১:০৭

সিরাজগঞ্জে কৃষক দলের মতবিনিময় সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে কৃষক দলের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে জেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এসময় তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কৃষকদলের সদস্য সচিব টি.এম শাহাদত হোসেন ঠান্ডুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে কৃষকদের কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর