দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন হাবিপ্রবিতে কর্মরত অফিসারবৃন্দ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে ও হাবিপ্রবিতে কর্মরত অফিসারবৃন্দের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সরকারের অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত বৈষম্যমূলক পেনশন স্কিম ব্যবস্থার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ ফেরদৌস আলম, একাউন্টস অফিসার মোমেনুল হক রাব্বি, সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ রাশেদ জামান, ডেপুটি রেজিস্ট্রার শাখাওয়াতুল কবির চৌধুরী, কৃষিবিদ মোঃ শাহিদুল ইসলাম, মোঃ খাদেমুল ইসলামসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এএ