গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন। সেই সাথে এসব ফ্যাক্টরিকে স্থায়ীভাবে সিলগালা করে দিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহসিন উদ্দীন এই জরিমানা করেন এবং অবৈধ এসব ফ্যাক্টরি সিলগালা করে দেন। দীর্ঘদিন ধরে এসব অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরিতে মানব শরীরের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরী করে আসছিল।
আগামীতে যাতে এ ধরনের অনুমোদনহীন আইসক্রিম কেউ তৈরি এবং বাজারজাত না করে সেজন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ