রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সেক্রেটারি আসাদুল্লা-হিল-গালিবের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বের দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 'ভুয়া সনদে' রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্য মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন। যা আংশিক ও অসম্পূর্ণ তথ্য। উক্ত ব্যক্তি এই বিভাগের শিক্ষার্থী নন। ২০২১ সালে সান্ধ্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করলেও তার জমাকৃত অনার্স সার্টিফিকেটে অসঙ্গতি পরিলক্ষিত হয়। ফলে গতবছর ৪ সেপ্টেম্বর বিভাগের জরুরি সভায় তার ভর্তি বাতিল করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লা-হিল- গালিব বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। কিছু জানা নেই। আমার কাছে বিভাগের প্রত্যয়ন পত্র আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ নেতা গালিব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২০১৪-১৫ সেশনে প্রথমবর্ষে ভর্তি হন। তবে প্রথম বর্ষে কৃতকার্য হলেও দ্বিতীয় বর্ষ থেকেই ড্রপ আউট হন তিনি। গত বছর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা হলে ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে স্নাতকের ভুয়া সনদ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স (সান্ধ্য) কোর্সের ছাত্র দাবি করেন এবং শাখা ছাত্রলীগের সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভুয়া ছাত্রের পরিচয় দিয়ে বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের কক্ষ দখলে রাখেন। তাছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, সিটদখল, শিক্ষার্থীদের মারধর ও হুমকি, অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে নানা সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে এতো অভিযোগ থাকার পরেও শাখা ছাত্রলীগের নেতা হতে তেমন কোন প্রভাব ফেলেনি।
বিডি প্রতিদিন/এএ